ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেনাপোল সীমান্তে বিএসএফের রাবার বুলেটে ২ মাদক ব্যবসায়ী আহত

বেনাপোল সীমান্তে বিএসএফের রাবার বুলেটে ২ মাদক ব্যবসায়ী আহত

যশোর জেলার বেনাপোলের দৌলতপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটের গুলিতে বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশী আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে দশটা সময় দৌলতপুর বিজিবি ক্যাম্পের ওপারে ভারতে কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা এ গুলি বর্ষণ করেন।

রাবার বুলেট গুলিবিদ্ধ বাবু মিয়া বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে ও ডালিম হোসেন একই গ্রামের বরকত আলীর ছেলে।আহতদের সীমান্ত থেকে উদ্ধার বিজিবি হেফাজতে রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদেরকে বেনাপোল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, বাবু ও ডালিম নামে দুই মাদক ব্যবসায়ী তারা ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশে আসছিল। দৌলতপুর সীমান্তে পৌঁছলে ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের উপর রাবার বুলেট গুলি বর্ষণ করলে তারা আহত হয়।

সীমান্তে ডিউটিতে থাকা বিজিবি তাদেরকে উদ্ধার করে ক্যাম্পে নিযে আসে এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক দেখিয়ে তাদের হেফাজতে রেখে বেনাপোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিচ্ছে। সুস্থ হলে তাদেরকে বেনাপোল থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।

বেনাপোল,বুলেটে,বিএসএফ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত